শনিবার, ২১ জুলাই, ২০১২

ঘুরে আসুন বারদি

ঢাকার খুব কাছেই নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার ছায়াঘেড়া নিবিড় প্রকৃতির কোলে ছোট্ট একটি জনপদ ‘‘বারদি’’। অল্প খরচে এবং সকাল-সন্ধা সময় নিয়ে ঢাকার বাইরে প্রকৃতির সার্নিদ্ধে যানজট-কোলাহল মুক্ত একটি দিন কাটিয়ে আসতে পারেন আপনার পরিবার বা বন্ধুবান্ধব সহ। ঢাকা থেকে যাত্রা শুরু করে ঢাকা-টট্রগ্রাম মহাসড়ক ধরে কাঁচপুর ব্রিজ পার হয়ে মদনপুর বাসস্ট্যান্ড থেকে বামদিকে চলে যান বারদি। যাত্রাবাড়ী থেকে প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে।
বারদি নামলেই এর শ্যামল প্রকৃতি একটানে যানজট-কোলাহল থেকে আপনাকে নিয়ে যাবে ভিন্ন এক জগতে। এখানে আছে সনাতন ধর্মালম্বীদের তীর্থস্থান “লোকনাথ ব্রম্হচারীর” মন্দির। ঘুরে দেখতে পারেন মন্দিরটিও। 
মন্দির থেকে আধা কিমি. পথ হাটলেই মেঘনা নদী। নদীর পাড়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও আপনার একঘেয়েমি লাগবে না। ভরা বরষায় নদীটি চমৎকার লাগবে।


নদীর ধারে যাবার পথটিও চমৎকার। ঠিক ছবির মত।